মহানবীকে কটুক্তি: সিলেটে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

মহানবীকে কটুক্তি: সিলেটে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে বিজেপি নেত্রীর কটুক্তির প্রতিবাদ জানাচ্ছেন সিলেটে ব্যবসায়ীরা।

কটুক্তির প্রতিবাদে বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে নগরের প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। ছোট ছোট কিছু দোকান খুললেও বন্ধ রয়েছে নগরের সব বিপনী বিতান।

মহানবীকে কটুক্তির প্রতিবাদে ও কটুক্তিকারীদের শাস্তির দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের এই কর্মসূচীর ডাক দেয় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ। এই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সকাল ৬ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

এই কর্মসূচির সমর্থনে গত কয়েদিন ধরেই নগরে লিফলেট বিতরন ও মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

বুধবার সকালে নগরের বন্ধরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, নয়াসড়ক, রিকাবিবাজার, লামাবাজার ও কাজিটুলা এলাকা ঘুরে দেখা যায়, ছোট কিছু মুদি দোকান ছাড়া বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। এসব এলাকার আব বিপনী বিতানের ফটক তালাবদ্ধ। ফটকের সামনে কর্মসূচীর সমর্থনে ব্যনার ঝুলানো রয়েছে।

তবে এই কর্মসুচীর আহ্বানকারী সংগঠনের কাউকেই সকালে এসব এলাকায় দেখা যায়নি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। ফলে রাস্তাঘাটও ফাঁকা। দোকানপাট বন্ধ থাকলেও খোলা রয়েছে অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।

নগরের আল আমরা শপিং সেন্টারের ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী সমিতি যে দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিয়েছে তার সাথে আমরা সকলেই একমত। তাই আমরা দোকানপাট বন্ধ রেখেছি।

মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যে কষ্ট পেয়েছেন জানিয়ে তিনি বলেন, আমরা এমন কটুক্তিকারীদের শাস্তি চাই।

তবে নয়াসড়ক এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কটুক্তি করা হয়েছে ভারতে। কিন্তু আমরা কেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজেদের ক্ষতি করবো। এমন না যে আমরা দোকানপাট বন্ধ রাখলে ভারতের ক্ষতি হয়ে যাবে। এমন কর্মসূচিতে কেবল নিজেদেরই ক্ষতি হবে।

Manual3 Ad Code

মহানবীর প্রতি ভালোবাসা থেকেই এমন কর্মসূচি দেয়া হয়েছে জানিয়ে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া বলেন, আমরা কাউকে জোর করিনি, আহ্বান জানিয়েছি কেবল। এমনকি আজকে আমরা ঘর থেকেও বের হইনি। দোকান বন্ধ রেখে বাসায় আছি। নবীর প্রতি ভালোবাসা থেকে ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন।

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ১১ টার পর আমাদের কয়েকটি টিম নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখবে সব দোকানপাট বন্ধ আছে কি না।

Manual5 Ad Code

রিপন বলেন, আমরা কাউকে জোরজবরদস্তি করবো না। তবে এটা সকলের নৈতিক দায়িত্ব। আমরা মহানবীর কটুক্তিকারীদের শাস্তি চাই।

Manual2 Ad Code

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন সে দেশের ক্ষমতাসীন দলের নেত্রী নূপুর শর্মা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এমন অভিযোগে তার কটূক্তির প্রতিবাদে দেশে-বিদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নূপুরকে ইতোমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..