সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
গোয়ানইঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় একজন নিখোঁজ ও একজন আহত হয়েছেন। বুধবার (১৫ জুন) সকাল সাতটার সময় উপজেলার নন্দীরগাও ইউনিয়নের চলিতাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ ও আহত ব্যক্তি সম্পর্কে আপন দুই ভাই। নিখোঁজ মো. জসিম উদ্দিন (১৬) ও আহত আব্দুল হাসিম (২৫) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাও ইউনিয়নের চলিতাবাড়ী এলাকার মনফর আলীর ছেলে।
আব্দুল হাসিম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় বুধবার সকাল সাতটার দিকে জসিম ও হাসিম দুইভাই শিয়ালা হাওরে মাছ ধরার জন্য যায়, এসময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুল হাসিম গুরুতর আহত হন। সেসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। অপরদিকে ছোট ভাই মো. জসিম উদ্দিন বজ্রপাতে আহত হয়ে শিয়ালাহাওরে পানিতে তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd