জৈন্তাপুরে নিখোঁজ ছাত্রী ১৫ দিন পর উদ্ধার

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

জৈন্তাপুরে নিখোঁজ ছাত্রী ১৫ দিন পর উদ্ধার

Manual1 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের অপহরণ হওয়া স্কুল ছাত্রী ১৫ দিন পর সিলেট শহর থেকে উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, ২ মে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করে। পরবর্তীতে নিখোঁজের পিতা তার মেয়ে অপহরণ করা হয়েছ মর্মে অজ্ঞাত নামা আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে (যাহার নং-০২(৬)২০২২)।

মামলা দায়েরের পর থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে নজরধারী বৃদ্ধি সহ অপহরণকারী চক্র ধরতে অভিযান শুরু করে।

এদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিলেট শহরে উপশহর এলাকায় পরিচয় বিহীন অবস্থায় একটি মেয়েকে দেখা যায়।

Manual7 Ad Code

এমন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ ও উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় অভিযান করে উপশহর এলাকা থেকে গত রবিবার ১২ জুন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual6 Ad Code

উদ্ধার হওয়া সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে একটি সিএনজি অটোরিক্সা তাকে তুলে নিয়ে যায়। সিলেট শহর তার কাছে অপরিচিত। সিলেটে যাওয়া পর সে চিৎকার করলে অটোরিক্সা থামিয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। যোগাযোগের কোন মাধ্যম না থাকায় সে উপশহর এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায় গৃহকর্মীর কাজ খুঁজে এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মীর কাজ খুঁজতে গেলে গৃহের মালিক তার নিকট পরিচয় জানতে চান। সে সঠিক পরিচয় দিতে পারিনি এবং একেক সময় একেক কথা বলতে থাকে। তখন তিনি বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ ও উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ অভিযান করে উপশহর এলাকা ছাত্রীটিকে উদ্ধার করে নিয়ে আসে।

Manual1 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে অভিযান পরিচালনার মাধ্যমে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরবতীর্তে আদালতের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..