ভারতে মহানবীকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে মুসল্লিদের আওয়াজে প্রকম্পিত ফতেপুর বাজার

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

ভারতে মহানবীকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে মুসল্লিদের আওয়াজে প্রকম্পিত ফতেপুর বাজার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃঃমহানবি হযরত মুহাম্মাদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার অশালীন বক্তব্যের প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের উলামা মশায়েখ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার ১০ জুন বিকাল ৫ টায় ফতেপুর বাজারে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কাজী মাওলানা শরীফ উদ্দিন।

বক্তব্য রাখেন ৬নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ইসলামনগর ঈদগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া মাসুক,শাহজালাল কিন্ডারগার্টেন ফতেপুরের প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাসান আহমদ চৌধুরী,খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি কারী মাওলানা আখলাক হুসাইন,যুবনেতা লোকমান আহমদ, ছাত্র নেতা রিয়াজ উদ্দিন বাবুল, ছাত্র নেতা নাজিম কাওছার। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জৈন্তিয়া ছাত্রঐক্য পরিষদের সাবেক সভাপতি মাস্টার মনির উদ্দিন, যুবনেতা হারুনর রশীদ হারুন প্রমুখ।

Manual5 Ad Code

এসময় বক্তারা বলেন-আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আর প্রতিটি মুসলমান তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন প্রিয় নবি (সা.)-কে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবি মুহাম্মদ সা.-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেউ দিলে কোনো একজন মুসলিমও সহ্য করতে পারেন না। এরই ধারাবাহিকতায় ভারতে সম্প্রতি প্রিয় নবি সা. সম্পর্কে সে দেশের সরকারদলীয় দুই নেতার অশালীন বক্তব্যে বিশ্বের সকল মুসলিম ফুঁসে উঠেছেন।অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে।সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।৯০ ভাগ মুসলিমের দেশ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ না জানানো খুবই দু:খজনক। তাই অবিলম্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানানো হোক এবং চলমান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলা হোক।

Manual5 Ad Code

মাওলানা সেলিম আহমদের পরিচালনায় সমাবেশে সমাপনী মোনাজাত পরিচালনা করেন ফতেপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমদ

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..