সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর দেশের উত্তরপূর্বাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা। সম্প্রতি এ উপজেলায় একটি ভয়ঙ্কর অপহরণ চক্রের অপতৎপরতা লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীও সতর্ক। তবু থামছে না এ চক্রের দৌরাত্ম্য। বৃহস্পতিবারও (৯ জুন) এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় চক্রটি। তবে সেই ছাত্রী গাড়ি লাফিয়ে পড়ে নিজেকে বাঁচিয়েছেন। এসময় খানিকটা আহত হন ওই ছাত্রী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী ও উপজেলার বিরাইমারা গ্রামের কিশোরী (১৩) বিদ্যালয় হতে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ব্যাটারিচালিত টমটম গাড়িতে উঠে সে। আগে থেকেই সেই টমটম গাড়িতে দুইজন মহিলা বসা ছিলেন।
টমটমে উঠার পর গাড়িটি সিলেট-তামাবিল মহাসড়কের কদমখাল এলাকায় যাওয়ামাত্র টমটমে বসে থাকা অপরিচিত মহিলারা ওই কিশোরীর নাকে রুমাল চেপে তাকে অজ্ঞান করার চেষ্টা করেন। এসময় কিশোরীটি মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সে লাফ দিয়ে টমটম থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্থানীয়রা দৃশ্যটি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে টমটম নিয়ে ওই মহিলারা পালিয়ে যায়।
ঘটনার পরপরই জৈন্তাপুর মডেল থানাপুলিশ সন্দেহজনক ১জন টমটমচালককে আটক করে। আবুল নামের সে টমটমচালক উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের বাসিন্দা। টমটমচালক ঘটনার পরপর তার টমটমের বাহ্যিক পরিবর্তন করার কথা স্বীকার করেছে। আবুল এখনও পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য টমটমচালক আবুলকে আটক করা হয়েছে এবং টমটম গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, অপহরণকারী চক্রটির অপতৎপরতা ঠেকাতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশেনায় ডিবিসহ পুলিশের ৭টি টিম উপজেলাজুড়ে কাজ করছে। উপজেলাবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন ওসি গোলাম দস্তগীর।
উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলায় বৃহস্পতিবারের ঘটনাসহ ১ মাসে ৪টি অপহরণ ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে অপহরণকারীদের কবল হতে দুই ছাত্রী রক্ষা পেলেও দুই ছাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd