সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেট অঞ্চলে গ্যাস সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় এবং পেট্রোবাংলার অধীনে তারা কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছে জালালাবাদ গ্যাসের বকেয়া ৭৩৯ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে গ্যাসের বিতরণ কার্যক্রম চালায় ৬টি কোম্পানি। এগুলো হলো- তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাখরাবাদ গ্যাস, কর্ণফুলি গ্যাস, জালালাবাদ গ্যাস, সুন্দরবন গ্যাস এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি।
গত জানুয়ারি মাস অবধি এই ছয় কোম্পানির পাওনা টাকা ছিল ৯ হাজার ২৫০ কোটি টাকা। তন্মধ্যে গ্রাহকদের কাছে সর্বোচ্চ ৬ হাজার ৬৩৯ কোটি টাকা পাবে তিতাস গ্যাস কোম্পানি।
ছয়টি কোম্পানির মধ্যে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড প্রাপ্ত বকেয়ার দিক দিয়ে আছে চতুর্থ স্থানে। গ্রাহকদের কাছে ৭৩৯ কোটি টাকা পাবে এই কোম্পানি।
সংশ্লিষ্টরা জানান, বকেয়ার সিংহভাগই সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাছে রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd