সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গরিবের ডাক্তার নামে খ্যাত গিয়াস উদ্দিন আর নেই। ইন্নালিল্লালি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৯টায় ব্রেইন স্টুক করে তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লম্বা গাঁও গ্রামের আলকাছ আলীর পুত্র। মৃত্যুকালে তিনি বয়স ছিল (৩৬) বছর। অল্প বয়সে এমন করুণ মৃত্যু হওয়ায় কেউই মেনে নিতে পারচেন না। তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।
গিয়াস উদ্দিন একজন পল্লি চিকিৎসক হয়েও বিশ্বনাথে মানব সেবায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাই তাঁকে গরিবের ডাক্তার বলে সবাই চিনতেন এবং জানতেন। তাঁর মৃত্যুর খবর শুনে একনজর লাশ দেখতে ছুটে আসেন বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। বিশেষ করে ডাক্তার গিয়াস উদ্দিনের মৃত্যুতে গরিব অসহায় মানুষের যেন কান্না থামছেনা। তাঁর মৃত্যুর খবর শুনে অসহায় মানুষ বিস্নিত ও হতবাক। কোন মতেই তারা এ মুত্যু মেনে নিতে পারছেনা। কারন তিনি সব সময় বিনা অর্থে গরিব মানুষের চিকিৎসা দিতেন। তিনির বাড়ি দক্ষিণ সুমরা উপজেলায় থাকলেও বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামি উচ্চ বিদ্যালয় মার্কেটে গিয়াস ফার্মেসী নামের প্রতিষ্টান রয়েছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও দুই সন্তান ও আত্নীয় সজন রেখে মারা যান। আজ শুক্রবার রাত ৯টায় তিনির নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে দাফন করা হবে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিনের পিতা আলকাছ আলী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd