সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১
আইয়ুব আলী দোলাল, গোলাপগঞ্জ :: সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় সুরমা নদীতে পূর্ব নির্ধারিত নৌকা বাইচে সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিলেটের মুরাদপুর এলাকায় সুরমা নদীতে পূর্ব নির্ধারিত নৌকা বাইচ চলছিলো। নৌকা বাইচটি বিকেল সাড়ে তিনটার দিকে শুরু হলেও শেষ পর্যায়ে এসে গোলাপগঞ্জ ও কানাইঘাটের দুইটি নৌকার পাস দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে এটি ব্যাপক আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের মুরাদপুর এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে সুরমা নদীতে নৌকা বাইচ শুরু হলে শেষ পর্যায়ে এসে গোলাপগঞ্জ ও কানাইঘাটের দুইটি নৌকার পাস দেয়ার সময় ধাক্কা দিলে একটি নৌকা ডুবে যায়। এর সুত্র ধরে সংঘর্ষ বাঁধে। এর্তে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে তিনি অবগত নন, খোঁজ নিয়ে দেখছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd