সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:54 PM, August 13, 2021
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তার জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক পরীমনিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে পরীমনির পক্ষে আইনজীবী হিসেবে মামলা লড়ছেন চিত্রনায়িকার এক সহকর্মী। তিনি হলেন চিত্রনায়ক আমান রেজা। পরীমনির মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদ্যসের একজন আমান রেজা।
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমান রেজা বলেন, সহকর্মীর পক্ষে মামলা লড়তে পারাটা বিশেষ দায়িত্ব পালনের মতো। এর আগেও চলচ্চিত্র বিষয়ক কয়েকটি মামলায় লড়েছি।
আমান বলেন, পরীমনি ন্যায় বিচার পাবেন বলে আমি আশাবাদী। তিনি চলচ্চিত্র শিল্পের একজন গুরুত্বপূর্ণ শিল্পী। পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে। আমান রেজা আইন পেশার পাশাপাশি অভিনয় করেন নিয়মিত। বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় তার বিচরণ রয়েছে।
………………………..
Design and developed by best-bd