কারাগারে ঘুমাতে পারছেন না মিন্নি, অ্যাডজাস্ট হচ্ছে না কারাগারের পানি

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

কারাগারে ঘুমাতে পারছেন না মিন্নি, অ্যাডজাস্ট হচ্ছে না কারাগারের পানি

ক্রাইম সিলেট ডেস্ক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। এমনকি তাকে চেনাও নাকি অনেক দুষ্কর হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

রিফাত শরীফ হত্যাকাণ্ডের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জুন) এক আলাপচারিতায় এসব কথা বলেন মিন্নির বাবা। তিনি বলেন, মিন্নির দাঁতে ব্যথা ও মাথা ব্যথাসহ অন্যান্য অনেক উপসর্গ রয়েছে। মিন্নি খেতে পারে না, ঘুমাতে পারে না। সব সময় অসুস্থ থাকে। তাই খুব দুর্বল হয়ে পড়েছে। কারাগারের পানি পর্যন্ত তার সঙ্গে অ্যাডজাস্ট হয় না। মিন্নির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছে কারা কর্তৃপক্ষ। এ আবেদন অনুমোদিত হলে মিন্নিকে বাইরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে মিন্নিকে চেনা এখন দুষ্কর। মিন্নি কোনোদিন কোনো অভাব দেখেনি। তার খাওয়ার অভাব ছিল না, পরার অভাব ছিল না, কোনো শূন্যতাও ছিল না। মিন্নিকে আমি কলেজে নিয়ে যেতাম আবার নিয়ে আসতাম। কেউ বলতে পারবে না- কোনোদিন মিন্নি একা বাইরে বের হয়েছে। মিন্নি আজ মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন থেকে দূরে। তাকে কারাগারের সেলে আবদ্ধ থাকতে হয়।

মিন্নির অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..