সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ৩, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামে পূর্ব শুক্রতার জের ধরে এক যুবকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুন) রাত ৯ ঘটিকার সময় বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোশাররফ নামের এক যুবকের এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত পারভেজ মোশাররফ (২২)। তিনি ১নং রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের শাহ আলমের ছেলে।
এ হামলার ঘটনায় আহত যুবকের বড় ভাই জসিম উদ্দিন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ব্যবসার কাজ শেষে কুপার বাজার থেকে বাড়ি ফেরার সময় একদল দূর্বৃত্ত বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোশাররফ এর মোটরসাইকেল গতিরোধ করেন। পরে পারভেজ মোশাররফ কারণ জানতে চাইলে দূর্বৃত্তরা কোন উত্তর না দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। হামলা করে দূর্বৃত্তরা পারভেজ মোশাররফ এর ব্যাগ থেকে ব্যবসার ৩ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে যায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করেন। এক পর্যায়ে মোশাররফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দূর্বৃত্তরা তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এরপর রক্তাত্ব অবস্তায় মোশাররফকে উদ্ধার করেন তার স্বজনরা এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্ত দূর্বৃত্তরা হলেন- উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বগইয়া গ্রামের মতিউর রহমান (৫০), ও তার ছেলে ফখরুল ইসলাম (২২), ওয়াহাব আলী (৬০) এবং তার ৩ ছেলে এনামুল হক (২৮), রুবেল আহমদ (২২), মানিক মিয়া (৩৫)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd