কানাইঘাটের সেই সড়কের বাজারের হাটের ইজারা এবার ৮১ লক্ষ টাকায় নিলাম

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

কানাইঘাটের সেই সড়কের বাজারের হাটের ইজারা এবার ৮১ লক্ষ টাকায় নিলাম

কানাইঘাট প্রতিনিধি :: ঐতিহ্যবাহী কানাইঘাট আহমদিয়া আলিম মাদ্রাসার ওয়াকফ ট্রাস্টের অন্তর্ভূক্ত সড়কের বাজারের হাট ইজারা প্রকাশ্যে নিলামের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদ্রাসার প্রাঙ্গনে প্রকাশ্যে ওয়াকফ ট্রাস্টের অন্তর্ভূক্ত এ বাজারে হাট ১৪২৭ বাংলার ১লা শ্রাবন হইতে ৩০ কার্তিক পর্যন্ত নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

কানাইঘাট সহ আশপাশ উজেলার মোট ১২ জন দর দাতা হিসাবে নিলামে অংশ গ্রহন করেন। সর্বোচ্চ দর দাতা হিসাবে ভ্যাট-টেক্স সহ ৮১ লক্ষ ৬২ হাজার টাকায় দক্ষিণ জুলাই সাতপারি গ্রামের জনৈক জয়নাল আবেদীন ইজাদার হিসাবে মনোনীত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান নিলাম প্রক্রিয়ার সম্পন্ন করেন। এ সময় থানা পুলিশ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছমি, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত বছর ৬৭ লক্ষ ৬৫ হাজার টাকায় বাংলা সনের এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। স্থানীয় পশ্চিম দর্পনগর নালুহারা গ্রামের আব্দুস সালামের পুত্র স্থানীয় ছাত্রদল নেতা আবু রায়হান পাভেল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারের ইজারা নেন। একই গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র মুসলিম উদ্দিন, দর্পনগর গ্রামের মৃত আব্দুল মুতলিব শেখের পুত্র সাহাব উদ্দিন কালীগঞ্জের বাবুল মিয়া ও শাহগলির শুকুর মিয়া পাভেলের সাথে যৌথ ইজারার অংশীদার ছিলেন। এরপর ওই ইজারাদাররা কোন কিছুর তোয়াক্কা না করেই অবৈধ ভাবে ভারতীয় গরু বাজারে বৈধ করার কাজ শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার মারামারির ঘটনাও ঘটে। তবে এবার কি হবে? ৬৭ লক্ষ ৬৫ হাজার টাকার ইজারা ৮১ লক্ষ ৬২ হাজার টাকায় নেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..