সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা, উপজেলা, কলেজসহ সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের এক জরুরি সভায় কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে কমিটি বিলুপ্ত করে গতিশীল নেতৃত্ব নিয়ে আসা হবে। জেলা, উপজেলা, পৌর ও কলেজ কমিটিগুলোর নেতৃত্ব সুশঙ্খল ও গতিশীল করতে আগামী সাত দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে জেলা কমিটি গঠন করা হবে।
এতে আরও বলা হয়, জেলা আহ্বায়ক কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে উপজেলা, পৌর ও কলেজ কমিটি পুনর্গঠন করা হবে।
সদ্য বিলুপ্ত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ শাহ কমিটি বিলুপ্তি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd