সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার পরাজিত হয়েছেন। সিলেটের এই মেয়েকে পরাজিত করেছেন জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সেন্টু ৬০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেইজি সারোয়ার পেয়েছেন ২০৯১ ভোট। শনিবার রাতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এই ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, এবারের নির্বাচনে নানা কারণে আলোচিত ছিলেন ডেইজি সারোয়ার। সিলেটের গোলাপগঞ্জের এই মেয়ে আগে সংরক্ষিত আসনে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। এবার তিনি সরাসরি ভোটে নামেন। তার নির্বাচনী চমকপ্রদ স্লোগান ঢাকায় আলোচিত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd