সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসা বিশাল মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে।
সিলেট ৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের প্রচেষ্টায় টিআর ও কাবিটা প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশাল মাঠের মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল শাকির, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, মাদ্রাসার পরিচলানা কমিটির সভাপতি মাওঃ ইসমাইল আলী, মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দিন দূর্লভপুরী, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মাহবুুবুর রশিদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশিদ চতুলী, মাওলানা আসাদ উদ্দিন সহ সাংবাদিক সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী দোয়া পরিচালনা করার পর আনুষ্ঠানিক ভাবে মাঠের মাটি ভরাট কাজের শুভ সূচনা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd