ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ আর নেই

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ আর নেই

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : চলে গেলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮ টা ২৮ মিনিটে অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, আমাদের প্রিয় আবেদ ভাই, আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই মুহূর্তে, কোনো সমবেদনা বা সান্তনার ভাষাই তাকে হারানোর কষ্ট কমাতে পারবে না। যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে শান্ত থাকা ও এগিয়ে যাবার শিক্ষাই তিনি সবসময় আমাদের দিয়েছেন। জীবনভর যে সাহস আর ধৈর্যের প্রতিচ্ছবি আমরা তার মাঝে দেখেছি, সেই শক্তি নিয়েই আমরা তার স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাব।

Manual4 Ad Code

স্যার ফজলে হাসান আবেদ ও তার পরিবারের জন্য আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি।

Manual5 Ad Code

জানা যায়, ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..