গোয়াইনঘাটে ম্যালেরিয়া নির্মূলে সচেতনতার বিকল্প নেই: শহীদউল্লাহ ভূইয়া

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

গোয়াইনঘাটে ম্যালেরিয়া নির্মূলে সচেতনতার বিকল্প নেই: শহীদউল্লাহ ভূইয়া

ব্র্যাক রিজিওনাল সেক্টর স্পেশালিষ্ট সিলেট বিভাগের প্রধান মো. শহীদউল্লাহ ভূইয়া বলেছেন, একটু সচেতনতাই পারে সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলাকে ম্যালেরিয়া মুক্ত করতে। আশির দশকের দিকে যেভাবে ম্যালেরিয়া রোগে মানুষ মারা যেতো, বর্তমানে সমাজের সকল শ্রেণী-পেশাজীবির ঐকান্তিক সহযোগিতায় ও সচেতনতার কারনে ম্যালেরিয়া রোগ থেকে মৃত্যু’র হার কমিয়ে আনা সম্বভ হয়েছে। যথাযথ নিয়মে সরকারী বা নিজস্ব মশারি ব্যবহারের ফলে মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
সমাজের সর্বস্থরের সহযোগিতা আর দৃঢ় প্রত্যায় নিয়ে ভার্ড নিরলসভাবে ২০০৭সাল থেকে গোয়াইনঘাটে কাজ করে যাচ্ছে। ইতিপুর্বে ভার্ড’র উদ্দ্যোগ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রাণালয় এবং ব্র্যাকের সহযোগিতায় রবিবার সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলার রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় মসজিদের ইমাম,ব্যবসায়ী,শিক্ষক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে এক ওরিয়েন্টেশন অন ম্যালেরিয়া প্রিভেনশন এন্ড কন্ট্রোল বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদউল্লাহ ভূইয়া উপরোক্ত কথাগুলি বলেন।
ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমানের সভাপতিত্বে ভার্ড এমইপি ম্যানেজার রঞ্জন চন্দ্র দাস’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
ভার্ড’র প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম,ব্র্যাকের এমইপি প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মীর হোসাইন,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুল্লাহ,সাইদুর রহমান,ইউপি সদস্য আব্দুর রহমান,আব্দুল করিম ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমূখ। উল্লেখ্য বিশেষ অথিতির বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, ম্যালেরিয়া রোগ হলে দ্রæত চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। সরকার এবং সহযোগি সংস্থার মহৎ উদ্দ্যেগ থাকার কারনে ম্যালেরিয়া নির্মূলের পথে রয়েছে। জ্বর হলেই দ্রæত হাতের নিকটে স্বাস্থ্যকর্মী ও ল্যাবরেটরি থাকায় জনসাধারণ সবধরনের পরিক্ষা নিরিক্ষাসহ সম্পুর্ন বিনামূল্যে সেবা পাচ্ছে। মশাবাহীত এই রোগ থেকে বাচঁতে হলে সার্বক্ষনিক মশারী ব্যবহার করতে হবে। এজন্য রোগ ব্যাধি সম্পর্কে নিজে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..