সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: নগরীর সিটি হার্ট মার্কেটে দোকানের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা। বৃহস্পতিবার সকালে ওই মার্কেটের ২২নম্বর দোকানে তালা ভাঙা ও তালা লাগানো নিয়ে তাদের উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এসময় শতাধিক লোক ভীড় করেন। স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়,নগরীর শিবগঞ্জ এলাকার হাজী আলকাব মিয়ার ছেলে আবু সাঈদ তপু ও মৃত জহুর উদ্দিনের ছেলে (আপন চাচাতো ভাই) উস্তার মিয়ার মধ্যে দোকানের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ৩ এপ্রিল রাতে ওই দোকানের ভাড়াটিয়া দোকানের প্রকৃত মালিক তপুর কাছে চাবি হস্তান্তর করেন। ওইদিন তপু দোকানে আরো নতুন দুটি তালা লাগিয়ে বাড়ীতে যান।
বৃহস্পতিবার সকালে এসে দেখেন তার চাচাতো ভাই উস্তার মিয়া সাটারে লাগানো তালাগুলি ভেঙে নতুন আরো ৪টি তালা লাগিয়ে রেখেছেন। এ নিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুরে কতোয়ালী থানা এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। এসময় পুলিশ দুই ভাইয়ের দুইটি তালা লাগিয়ে দুই’জনের কাছে দুইটি চাবি দিয়ে যায়। এ ব্যাপারে এসআই কামালের সাথে আলাপ করা হলে তিনি বলেন,তাদের থানায় আসতে বলেছি প্রকৃত মালিক দোকান পাবেন। এদিকে এ ঘটনায় আবু সাঈদ তপু দোকান ও জানমালের নিরাপত্তা চেয়ে সিলেট কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
সিটি মার্কেটের মালিক লিটন আহমদ জানান,উস্তার মিয়া আমার মার্কেটের ব্যবসায়ীদের সাথে অশালিন ভাষায় কথা বার্তা বলায় অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ থাকিবে। এই মর্মে সাইবোর্ড লাগানো হয় । পওে মাকেটের ব্যবসায়ীরা বলেন উস্তারের বিষয়টি দেখা হবে এ অনুরোধের পর ৩ ঘন্টা পওে মার্কেট খোলা হয় ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd