ছাতকে হিজড়াদের চাঁদাবাজি, দিন দিন বেড়েই চলেছে

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

ছাতকে হিজড়াদের চাঁদাবাজি, দিন দিন বেড়েই চলেছে

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি :: মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়ক, রাস্তার মোড়, ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাসাবাড়ি- সবখানেই হিজড়াদের টাকা তোলা নতুন কিছু নয়। কেউ ভয়ে কেউ আবার স্বেচ্ছায় তাদের টাকা দিয়ে সহযোগিতা করে । কিন্তু ইদানিং হিজড়াদের আচরণ বদলে গেছে।

আগের দিনের সেই টাকা তোলা এখন চাঁদা আদায়ে পরিণত হয়েছে। কেউ আবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলেই চলে অশ্রাব্য গালাগালসহ দুর্ব্যবহার এমন কি উলঙ্গ হয়ে পড়ে। হিজড়াদের এই বেপরোয়া চাঁদাবাজি যেন দিন দিন বেড়েই চলেছে। দেখা দিয়েছে তাদের বহুরূপী আচরণ। তাদের সংঘবদ্ধ চাঁদাবাজির কাছে ছাতকের মানুষ জিম্মি হয়ে পড়েছে।

Manual5 Ad Code

বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, ছাতকে ৩-৪ জনের কয়েকটি দল ছাতক বাজারে, গোবিন্দগঞ্জ পয়েন্টে, গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারে, সায়েমা সেন্টার, মাহবুব সেন্টার, জালালপুর পয়েন্টে, বুকারভাংঙ্গা নুসরাত সেন্টারে, জাউয়া বাজার মোড়সহ উপজেলার বিভিন্ন মোড়ে বরযাত্রীর গাড়িকে টার্গেট করে।

বরযাত্রীর গাড়ি আটকিয়ে চাঁদার জন্য চিৎকার-চেঁচামেচি, অশ্লীল অঙ্গভঙ্গি করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এছাড়াও প্রাইভেট গাড়িসহ সবধরণের গাড়ি আটকিয়ে নিয়মিতভাবে চাঁদাবাজী করে তারা। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদা আদায় করছে তারা।

গত শুক্রবার দুপুরে ছাতক থেকে ছেড়ে আসা বরগাড়িকে আটকিয়ে হিজরা দল দাবি করে বসে দুই হাজার টাকা দিতে, কিন্তু বরপক্ষ রাজি না হওয়ায় বরপক্ষের গাড়ি আটকিয়ে রাখে এবং অশ্লীলভাষা কথাবার্তা শুরু করলে বাধ্য হয়ে টাকা দিতে হয় বরযাত্রীদের।

Manual7 Ad Code

তাছাড়া একই বরের গাড়ি ছাতকের বুকারভাংঙ্গা এলাকায় হিজরাদের আরো একটি দল হঠাৎ করে দৌড় দিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় একই ভাবে এক হাজার টাকা দাবি করলে অপরাগ হয়ে পাঁচশত টাকা দিতে বাধ্য হন।

Manual2 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন বররের গাড়ি সাথে করে মেহমান মুসাফির নিয়ে বিয়েতে যাচ্ছি কিন্তু বাড়ি থেকে বের হতে পারিনি রাস্তায় হিজরাদের দল গাড়ি আটকিয়ে দুই হাজার টাকা দাবি করে। শুধু তাই নয় এভাবে তিনটি স্থানে টাকা দিতে হয়। মান ইজ্জতের ভয়ে তাদের এরকম কার্যকলাপ মানতে হচ্ছে।

Manual7 Ad Code

হিজরাদের এমন দাপটে সবাই আতঙ্কে রয়েছে উপজেলাবাসী। মহাসড়কে দৌড় দিয়ে হঠাৎ করে গাড়ি সামনে এসে দাঁড়িয়ে থাকে, এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
সাধারণ মানুষের দাবি এদের বিরোধে প্রশাসনের পদেক্ষেপ নেওয়া উচিত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..