জৈন্তাপুরে পুলিশ কনস্টেবলের বাড়িতে প্রতিপক্ষের আগুন, অভিযোগ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

জৈন্তাপুরে পুলিশ কনস্টেবলের বাড়িতে প্রতিপক্ষের আগুন, অভিযোগ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে বাড়ির প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় গত ২৬ মার্চ বুধবার জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আলী আজমের স্ত্রী মোরশেদা বেগম। তিনি উপজেলার মুক্তাপুর গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

অভিযোগে তিনি উলে­খ করেন, প্রতিপক্ষ ইমরান মাহবুব চৌধুরী, কামরান মাহবুব চৌধুরী ও নারী কনস্টেবল সাগরিকা বেগম একই গ্রামেরই হন। দীর্ঘদিন থেকে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২৬ মার্চ বুধবার সকাল ৮টায় ইমরান, মাহবুব ও সাগরিকা মিলে তার বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা প্রায় ২০টি গাছ উপড়ে ফেলে ও প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় হামলাকারীরা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আলী আজম, তার স্ত্রী মোরশেদা বেগম ও মেয়ে সাবিনা বেগমের উপরও হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

Manual2 Ad Code

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি মাইনুল জাকির বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল। খরকুটা থেকে সামান্য আগুন লেগেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী সহ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আপোষ নিষ্পত্তির চেষ্টা করছেন। তবে- এ ঘটনায় দুপক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..