জাফলংয়ে ১০টি শ্যালো মেশিন বিনষ্ট, রেস্টুরেন্টে জরিমানা

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

জাফলংয়ে ১০টি শ্যালো মেশিন বিনষ্ট, রেস্টুরেন্টে জরিমানা

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। একই সাথে তারা খাদ্যে ভেজালের বিরুদ্ধেও অভিযান চালায় তারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে জাফলংয়ের বল্লাঘাট ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান চলে। অভিযানে ১০টি শ্যালো মেশিন হ্যামার দিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করে বিকল করা হয়েছে।

Manual4 Ad Code

পরে মামার বাজারের মন্দির সংলগ্ন এলাকার একটি রেস্টুরেন্ট মালিককে অপরিচ্ছন্নতা ও ভেজাল খাদ্য সামগ্রী পরিবেশনের দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, থানার এএসআই রাজিব রায়, জাফলং ট্যুরিস্ট পুলিশের এএসআই নজরুল ইসলামসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা অভিযানে অংশ নেয়।

এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, জাফলংয়ের বল্লাঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের ঝুঁকিপূর্ণ কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ১০ টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। একই সাথে ওই গর্তগুলি থেকে পাথর উত্তোলনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Manual3 Ad Code

এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোন ব্যক্তি পুনরায় পাথর উত্তোলনের অপচেষ্টা করে তাহলে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..