জাফলংয়ে ক্রাশার মেশিন দূর্ঘটনায় শ্রমিক নিহত

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

জাফলংয়ে ক্রাশার মেশিন দূর্ঘটনায় শ্রমিক নিহত

Manual2 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ক্রাশার মেশিনের দূর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহত পাথর শ্রমিক হবিগঞ্জের নবীগঞ্জ থানার দিঘিরপাড় নোয়াগাঁও এলাকার স্বর্গীয় নরেন্দ্র নাথ নমসূদ্রর ছেলে গিরেদ্র নাথ নমসূদ্র (৪৫)।

গতকাল বুধবার দুপুরে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় নিউ মাশাআল্লাহ স্টোন ক্রাশারে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে গিরেন্দ্রসহ কয়েকজন শ্রমিক ক্রাশার মেশিনে পাথর ভাঙ্গার কাজ করছিল। দুপুরে বিরতির পর টুকরি ভর্তি পাথরের বোঝা নিয়ে ক্রাশার মেশিনে ফেলার সময় অসাবধানতাবশত মেশিনে তার হাত আটকা পড়ে।

Manual6 Ad Code

এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এ এস আই রাজীব ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানার ওসি মো.আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..