সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাঙালি জাতি। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৫ টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট জেলা প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদমিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, জাতি এই গৌরবময় দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশের জন্য প্রাণ দেওয়া, যুদ্ধ করা, সর্বস্ব হারানো সূর্য সন্তানদের। সেই শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে সকল প্রস্ততি রয়েছে পুলিশের।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd