আখালিয়ায় প্রবাসী দম্পতির বাসা দখলের চেষ্টা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

আখালিয়ায় প্রবাসী দম্পতির বাসা দখলের চেষ্টা

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর আখালিয়ায় আমেরিকা প্রবাসী আসলম আলীর গৃহবধূর কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা অভিযোগ করেছেন তার ভাই।

গত ২৫ মার্চ সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় প্রবাসীর ভাই সাংবাদিক বদরুর রহমান বাবর বাদি হয়ে একটি সাধারণ ডায়রি (নং-১৬৫৪) করেছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার কোতোয়ালি থানার এসআই ওবায়দুর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

Manual4 Ad Code

জিডিতে সাংবাদিক বদরুর রহমান বাবর উল্লেখ করেন, আখালিয়া সুরমা আবাসিক এলাকার বি বøকের ২ নং রোডের রেনেসা ২১ নং বাসার মালিক তার বড় বোন আমেরিকা প্রবাসী আয়শা খানম ডেইজি। রড় বোন জামাই প্রবাসী হওয়ার কারণে তাদের সম্পত্তি দেখাশোনার জন্য আমমোক্তার দায়িত্ব পালন করে আসছেন। গত ২৪ মার্চ রোববার রাতের আঁধারে জালালাবাদ থানা এলাকার করিমগঞ্জ বাজারের সৈয়দপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে মো. আজাদ মিয়া (৫০), আজাদ মিয়ার ছেলে ইফতেখার হাসান জুম্মান (২৫) তাদের অজ্ঞাত আরো ২/৩ হন সহযোগি নিয়ে মোটর সাইকেল মহড়া দেয়।

এ সময় আজাদ ও জুম্মানের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রবাসী দম্পতির বাসার সামনে গিয়ে সম্পত্তির রক্ষণাবেক্ষণকারী হিসেবে বদরুর রহমান বাবরকে খুজতে থাকে ও বিভিন্ন ধরণের হুমকি দেয়। এছাড়া ভাড়াটেদের বাসা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলে এবং চাাঁদা দাবী করে। না হলে সবাইকে খুন করে বাসা দখলের হুমকি দেয় সন্ত্রাসীরা। এতে বাসার ভাড়াটেসহ সাংবাদিক বদরুর রহমান বাবর নিরাপত্তাহীনতায় ভূগছেন।

Manual3 Ad Code

এদিকে জিডির পর গতকাল মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই ওবায়দুর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..