নগরীর দর্জিপাড়ায় প্রবাসীর বাসায় গুলি, ককটেল ফাটিয়ে ডাকাতি

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

নগরীর দর্জিপাড়ায় প্রবাসীর বাসায় গুলি, ককটেল ফাটিয়ে ডাকাতি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর দর্জিপাড়ায় প্রবাসীর বাসায় গুলি, ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ২১ মার্চ ) দুপুর দুইটায় নগরীর দর্জিপাড়াস্থ সৌরভ ৪৩নং বাসায় এ ঘটনা ঘটে। আমেরিকা প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশী সহপরিবার নিয়ে দেশে আসছেন ১৪মার্চ।

এর পূর্বে জানুয়ারী মাসে তার ছেলেকে বিয়ে দিয়ে প্রবাসী চলে যান। ১৪মার্চ মেয়ে কি নিয়ে তিনি দেশে আসনে। দিন দুপুরে গুলি, ককটেল ফাটিয়ে তার বাসায় ডাকাতি করে ডাকাত দল। এসময় ডাকাতদের হামলা তার বাগিনা গুরুত আহতন হন। আহত সাদ উদ্দিন (২৬)তিনি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রবাসী কোরেশী বলেন, প্রতিবেশ এনমারে নেতৃত্বে ১০/১২জন ডাকাত দল গুলি, ককটেল ফাটিয়ে বাসার স্বর্নলকার, টাকা, মোবাইল ফোন, ল্যাপটব নিয়ে যায়। এসময় জনতার হাতে আটক হয় ইদ্রিস নামে এক ডাকাত।

Manual7 Ad Code

তিনি বলেন, জমি-জমা নিয়ে তার সাতে দীর্ঘ দিন থেকে বিরোধ চলছে। এনে কোর্টে মামলা চলছে। এর জের ধরে আজ আমার বাসায় তার নেতৃত্বে ডাকাতি হয়।

Manual4 Ad Code

এসময় এনামকে ধরে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ করেন প্রবাসী ও আত্মীস্বজন। তিনি জানান, ১৫ভরি স্বর্ন, ৮টি মোবাইল, ২টি ল্যাপটব,৮০হাজার টাকা ও পাশের কেয়ার টাকার বাসার ২টি মোবাইল নিয়ে যায় ডাকাত দল।

প্রতিবেশীরা জানান, ডাকাতরা ৪ রাউন্ড গুলি, ও ৫/৬টি ককটেলর বিস্ফোরণ ঘটায়। পালিয়ে যাওয়ার সময় একজন ডাকাতকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় অবিস্ফোরিত ৫টি ককটেল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের এক কর্মকর্তা জানান, যদি বাসার মালিক মামলা করে তাইলে ডাকাতদের গ্রেফতার করতে দ্রুত বব্যস্থা গ্রহন করা হবে।

Manual5 Ad Code

দিন দুপুরে প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনায় এলাকায় আতংকিত সাধারণ মানুষ। প্রবাসী কোরেশী বলেন, এরকম ঘটনা আমাদের মত প্রবাসীরা দেশে আসবেন কিনা সন্দেহ আছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..