কোম্পানীগঞ্জে আবারো গর্ত ধসে ১শ্রমিক নিহত আহত ২

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

কোম্পানীগঞ্জে আবারো গর্ত ধসে ১শ্রমিক নিহত আহত ২

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহ আরফিন টিলায় আবারো ১ শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১মার্চ) বেলা ১১.৩০মিনিটের সময় চিকাডহর গ্রামের মৃত মনফর আলীর ছেলে সোহরাব আলীর গর্তে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন উপজেলার ছনবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে আবু সাইদ (৩০)।

এ ঘটনায় ফখর উদ্দীন,ইমাম হোসেন নামে আরো ২ শ্রমিক আহত হয়েছে।  তারা হলেন ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।  তবে ফখর উদ্দীনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার খায়রুল বাশার জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Manual4 Ad Code

উল্লেখ্য গত ৬ মার্চ বিকালে শাহ আরেফিন টিলায় মাটি ধ্বসে এক শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকের নাম আক্কেল আলী (২৫)। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মজনু মিয়ার ছেলে।

Manual4 Ad Code

এভাবে প্রতিনিয়ত শ্রমিক হতাহতের ঘটনা ঘটছে।কোনোভাবেই বন্ধ হচ্ছে টিলা কাটা। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান দেয়া হলেও কোনোভাবেই থামছেনা লাশের মিছিল। তবে জোড়ালো পদক্ষেপ না থাকায় এভাবে অকালে নিরহী শ্রমিকরা প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা ।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..