কলাপাড়ায় বিএনপি নেত্রী তিন সন্তানের জননী পপি নিখোঁজ

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

কলাপাড়ায় বিএনপি নেত্রী তিন সন্তানের জননী পপি নিখোঁজ

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য রোজিনা আক্তার পপি নিখোঁজ হয়েছেন। গত রোববার (১৭ মার্চ) দুপুর থেকে নিখোঁজ তিনি।

Manual4 Ad Code

তিনদিনেও তার কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোজিনা আক্তার পপি তিন সন্তানের জননী।

রোজিনার শাশুড়ি রেনু বেগম জিডিতে উল্লেখ করেন, রোববার দুপুরে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। এরপর উঠে ছেলের বউ রোজিনাকে খুঁজে পাচ্ছেন না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্র জানায়, রোজিনা আক্তার পপি কলাপাড়া বিএনপির একাংশের নারী নেত্রী। তার স্বামী শফিকুল ইসলাম মোল্লা ঢাকায় কর্মরত। মঙ্গলসসুখ সড়কের বাসিন্দা রোজিনা আক্তার তিন সন্তানের জননী।

Manual2 Ad Code

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মহিলা দলের সদস্য রোজিনা আক্তার পপি তিনদিন ধরে নিখোঁজ। তার কোনো খোঁজ খবর না পেয়ে মঙ্গলবার রাতে শাশুড়ি রেনু বেগম থানায় একটি জিডি করেন। তাকে খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছি আমরা। তবে তিনি নিখোঁজ নাকি অন্য কিছু সেটি তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..