সিলেটে নারীদের নিয়ে রাইড শেয়ারিং চালু

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

সিলেটে নারীদের নিয়ে রাইড শেয়ারিং চালু

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানী ঢাকার পর সিলেট এবং যশোর শহরে যাত্রা শুরু করলো নারীদের রাইড শেয়ারিং সেবা ‘ওবোন’। রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’ এর আরেকটি সেবা হচ্ছে ‘ওবোন’। এতে একজন নারী রাইডার একজন নারী যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেন।

Manual2 Ad Code

‘ওভাই’ গত এক বছর ধরে ঢাকা, চট্টগ্রাম, যশোর, রাজশাহী, খুলনা এবং কক্সবাজারে নিজেদের কার্যক্রম চালাচ্ছে।

Manual6 Ad Code

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মার্চ থেকে সিলেট এবং যশোরে সেবা দেওয়া শুরু করেছে ‘ওবোন’’। সেখানে ৩০ জন নারী রাইডার যাত্রী সেবা দেবেন। এতে যাত্রীরাও খুব সহজেই ‘ওভাই’ অ্যাপের মাধ্যমে নিতে পারবেন ‘ওবোন’ সেবা। এতে তাদের দৈনন্দিন যাতায়াত আরও নিরাপদ হয়ে উঠবে।

Manual6 Ad Code

যাত্রীদের সর্বাধিক নিরপত্তার কথা মাথায় রেখেই ‘ওভাই’ ব্যবহার করছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, ভিটিএস। এর মাধ্যমে যাত্রী ও ড্রাইভার দুজনেরই অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..