সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২১৫৯) চট্ট এর গত বৃহস্পতিবার অনুষ্টিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবু সরকার নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ছাতা প্রতীকে ৪ হাজার ৮১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিলু মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪৪ টি ভোট।
সভাপতি পদে আবারো নির্বাচিত হওয়ায় আবু সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এছাড়া সিলেট নগরীতে ট্রাক-পিকাপ নিয়ে বিজয় মিছিল করেছে বিভিন্ন সংগঠনের শ্রমিকেরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহিম দুদু বকস। সভাপতি পদে আবু সরকারের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে দোয়াত কমল প্রতীকে ২হাজার ৩৮৯ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমির উদ্দিন । তার নিকটতম প্রার্থী গফুর মিয়া বাই-সাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৮১ ভোট।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd