মেডিকেলে পুলিশ পাহারা থেকে পালালো ডাকাত

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯

মেডিকেলে পুলিশ পাহারা থেকে পালালো ডাকাত

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজে পুলিশ পাহরা থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন। তার নাম ইদ্রিস মাতবর (৪৫)। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যান তিনি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডে ভর্তি ছিলেন।

Manual4 Ad Code

সূত্র জানায়, মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানা এলাকার মুক্তিযোদ্ধা লাবু শিকদারের বাড়িতে গত ১ ফেব্রুয়ারি একদল ডাকাত হানা দেয়। এ সময় ওই মুক্তিযোদ্ধা তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে ডাকাতদের ওপর গুলি ছুড়েন। এতে ডাকাত ইদ্রিস মাতবরের শরীরে দুটি গুলি লাগে।

Manual2 Ad Code

খবর পেয়ে টঙ্গিবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত ইদ্রিস মাতবরকে গ্রেফতার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ইদ্রিস মাতবর। তার পাহারায় ছিলেন দুজন পুলিশ ও একজন আনসার সদস্য।

Manual1 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের বাথরুমে যান ইদ্রিস মাতবর। তিনি বাথরুমের ভাঙা জানালার ফাঁক দিয়ে পালিয়ে যান।

টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, আদালতের নির্দেশ ছিল, সুস্থ না হওয়া পর্যন্ত ইদ্রিস মাতবর হাসপাতালে থাকবে। ঢামেকে তার পাহারার দায়িত্ব ছিল ডিএমপির পুলিশ। ইদ্রিস মাতবরের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার চিতরারচর গ্রামে। তার বাবার নাম রহমান মাতবর।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..