পাওনা টাকার জের ধরে নগরীতে আহত ১

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

পাওনা টাকার জের ধরে নগরীতে আহত ১

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: পাওনা টাকার জের ধরে নগরীতে ছুরিঘাতে এক ব্যক্তির জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম মিজান ভুইয়া (৫০)। তিনি নগরীর নবাবরোড ৫/১ ছালাম মঞ্জিলের বাসিন্দা মতিউর রহমান রহমান এর পুত্র। শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় কাজির বাজার কাঠালহাটা এলাকায় ঘটনাটি ঘটে।

আহত মিজান ভুইয়ার ছেলে রাজিব ভুইয়া জানান, জেলা ছাত্রদল নেতা আব্দুল্লা আল মামুন পারভেজ এর নিকট জননী টেলিকমের পাওনা টাকা ছিলো। জননী টেলিকমের মিজান ভুইয়া দীর্ঘদিন থেকে টাকা পরিশোধের আবেদন জানালে ঐ ছাত্রদল নেতা ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই এক পর্যায়ে রাতে কাজিরবাজারস্থ জননী টেলিকমে দলবল নিয়ে আব্দুল্লা আল মামুন পারভেজ দোকানে হামলা চালিয়ে মিজান ভুইয়াকে ছুড়িকাঘাত করে।

Manual8 Ad Code

অপর একটি সূত্রে জানা যায়, মূলত মিতালী মরিচ মিলের মালিক ফারুক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে মিজান ভুইয়ার লেনদেন নিয়ে বিরোদ্ধ চলছিল । শনিবার রাতে অই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আটকাতে গিয়ে আহত হন আব্দুল্লা আল মামুন পারভেজ ।

Manual6 Ad Code

মিজান ভুইয়াকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট কতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..