সিলেট ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯
সিলেট :: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন হাসান (যুগান্তর) এবং সাধারণ সম্পদক হিসেবে নির্বাচিত হয়েছেন শঙ্কর দাস (উত্তরপূর্ব)।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মামুন হাসান পান ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুল কবির পাভেল (বাংলাদেশ প্রতিদিন) পান ১৩ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে শঙ্কর দাস পান ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম পান ১৫ ভোট। নির্বাচনে ট্রেজারার পদে মাহমুদ হোসেন (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হুমায়ুন কবির লিটন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ আলী, এছাড়া ৫জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি, প্রবীন আলোকচিত্র সাংবাদিক আতাউর রাহমান আতা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd