সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ১৮ টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় ৩টি পদে এ পর্যন্ত ১৮ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে প্রার্থীরা। তাদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১টি মনোনয়ন পত্র জমা পড়েছে। উপজেলা চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক লিয়াকত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, মোছাঃ সুনারা বেগম, মাধবী রানী নম, প্রাণতি রানী মালাকার, পলিনা রহমান, অনিতা বিশ্বাস, এবং ভাইস চেয়ারম্যান পদে ১০টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বশির উদ্দিন, মোঃ কুটি মিয়া, শংকর কুমার দাশ, আব্দুল হক, মাওলানা কবির আহমদ, আবুল হোসেন খান, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুর রব, মোঃ মুশাহিদ আলী, মোঃ আব্দুল মতিন।
চেয়ারম্যান পদ ব্যাতিত মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনিত প্রার্থী না থাকার কারেন দুটি পদে আওয়ামীলীগ, বিএনপি সমর্থীত একাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র ক্রয় করেছেন। অপরদিকে ১৭ ফেব্রæয়ারীর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয় মতি রানী নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd