সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট ৪ আসনে একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েন প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরাই পূর্ব প্রস্তুতি নিয়ে শুরু করেন প্রচারণা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরে নিজেদের নির্বাচনি প্রচারনায় নেমে পড়েন নিজ নিজ দলের সমর্তকরা। এ দিকে অনেক আগে থেকেই নিরব ভাবেই ৩টি উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও উঠান বৈঠক করে জনগণের কাছে সমপৃক্ত থেকেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইমরান আহমদএর সমর্তকরা আর আজ প্রতীক পেয়ে ভোটারের কাছে তুলে দিচ্ছেন আওয়ামী সমর্তকরা নৌকার লিফলেট আর মাইক দিয়ে প্রচারনা।
বিএনপি প্রতীক বরাদ্ধের পর থেকেই প্রচারণার জন্য মাইকের ব্যবস্থা করে প্রচারনায় নামতে একটু দেরি করেনি, ফলে প্রতীক বরাদ্দের পর পর ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মাইকিংয়ে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। সুন্দর সুন্দর প্রাণবন্ত গানেগানে মুখোরিত হচ্ছে আকাশ বাতাস। জাতীয়তা বাদী পরিবারে নেমে আসে প্রাণ চানঞ্চল্ল, দীর্ঘ ১২ বৎসর থেকে ক্ষমতার বাহিরে তাকা দলটি কনিকের জন্য ফিরে পেয়েছ এক মুক্ত পরিবেশ।
অপর দিকে পিচিয়ে নেই ইসলামী আন্দোলনের পাঁখা মার্কার সমর্তকরা সন্ধায় প্রচার মিছিল বের করে চরমোনাই পিরের অনুসারিরা। অন্য দুই প্রার্থীর প্রচারের কোন দৃর্ষ দেখা যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd