মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও মহাজোটের প্রার্থী এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। সিলেট-২ আসন থেকে এর আগে জাতীয় পার্টি থেকে এহিয়া চৌধুরী ও বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন নিশ্চিত হয়েছে। গত শুক্রবার মহাজোটের চুড়ান্ত তালিকায় এহিয়া চৌধুরী শনিবার বিএনপির চুড়ান্ত তালিকায় লুনার নাম ঘোষনা করা হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) ১২জন প্রার্থীর মধ্যে ৩জনের মনোনয়নপত্র বাতিল ও ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং অফিসার কাজী এমদাদুল হক ৩জনের মনোনয়নপত্র বাতিল ও ৯জনের বৈধ ঘোষণা করেন।
ঘোষনাকারীরা হলেন-কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী। রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ-মেশ ফলে কারা এ নির্বাচনে অংশগ্রহন করছেন কেবল এখন দেখার বিষয়। তারপরও ঘরে বসে নেই নির্বাচনের প্রার্থীদের অনুসারীরা। দশম জাতীয় সংসদ নির্বাচন জমে না উঠলেও একাদশ সংসদ নির্বাচন পুরো দমনে জমে উঠতে বসেছে। আগামী ১১ডিসেম্বর এ নির্বাচনে প্রার্থীরা প্রচার-প্রচারনায় অংশ গ্রহন করবেন। তবে বর্তমানে এখানকার প্রার্থীদের অনুসারীরা নিরবে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন জায়গায় চায়ের টেবিলে চলছে এখন নির্বাচনী আলাপ-আলোচনা। ভোটারা প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ করছেন। তবে এখানে মহাজোট প্রার্থী জাপা নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও জোটের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার মধ্যে মূল লড়াই হবে বলে ভোটারা মনে করছেন।