সিলেট-৪: ইমরান-সেলিমের মনোনয়ন দাখিল

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

সিলেট-৪: ইমরান-সেলিমের মনোনয়ন দাখিল

সিলেট :: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে মানোয়নপত্র দাখিল করেছে নির্বাচনে অংশগ্রহণ করা বড় দুই দলের প্রার্থীরা।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইমরান আহমদে ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম।

এছাড়াও সিলেট-১ আসনে বাসদের প্রার্থী উজ্জল রায় ও প্রণব জ্যোতি পাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে সিলেট-৩ আসনে ব্যারিস্টার আব্দুস সালাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মানোয়নপত্র দাখিল করেন।

এর আগে সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এ ৫ আসন হলো: সিলেট-২ আসনে (ওসমানী নগর, বিশ্বনাথ) মাওলানা কাজী আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে (কানাইঘাট ও জকিগঞ্জ) মাওলানা উবায়েদুল্লাহ ফারুক ও সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..