সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট সদর উপজেলার কালীরগাঁওয়ে পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত হন নুর মিয়া, রাহেলা বেগম, জাহানারা, হাফিজ পাভেল, রাবেয়া বেগম। এ সময় হামলাকারীরা নূর মিয়ার ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং রাহেলা বেগম ও জাহানারার গলা থেকে ১লক্ষ ৮০হাজার টাকা মূল্যের ৪ভরি স্বর্ণের কেড়ে নেন। প্রতিবেশীদের সহায়তায় তাদের রক্তাক্ত অবস্থায় দ্রæত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নূর মিয়ার ভাই জৈন উদ্দিন বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার জালালাবাদ থানায় তিন জনের নামোল্লেখসহ আরো আরো ৪ জনের বিরোদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন-কালিরগাঁওয়ের মৃত ইছন আলীর ছেলে জমির মিয়া ও হবিব মিয়া, জমির আলীর স্ত্রী অজুফা।
এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার খবর ও অভিযোগ পেয়েছি। ঘটনাটি পুলিশ পর্যবেক্ষণ করছে।
………………………..
Design and developed by best-bd