সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা-সিলেট রুট চলাচলকারী গ্রিনলাইন পরিবহনের বিলাসবহুল একটি বাস থেকে ১৪ কেজি স্বর্ণসহ ৬ চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রবিবার দিনগত রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িটি থামিয়ে এতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী ওই বাস তল্লাশি করে ১২০টি স্বর্ণের বারসহ ৬ চোরাকারবারীকে আটক করা হয়। প্রায় ১৪ কেজি ওজনের এ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd