সরকার পরিবর্তন হলেই তবে জনতার ইলিয়াস, জনতার মাঝে ফিরে আসবেন

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮

সরকার পরিবর্তন হলেই তবে জনতার ইলিয়াস, জনতার মাঝে ফিরে আসবেন

ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকার পরিবর্তন হলেই তবে জনতার ইলিয়াস, জনতার মাঝে ফিরে আসবেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি অন্য কিছু ভাবছে না। তবে বিএনপি যদি নির্বাচনে আসে আর আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে, তবে তৃণমূলের নেতাকর্মীকে সাথে নিয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সিলেট-২ আসনটি ম্যাডামকে উপহার দেব।

শনিবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামস্থ নিজ বাড়িতে তিনি সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..