তীরে এসে তরী ডুবালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

তীরে এসে তরী ডুবালো বাংলাদেশের মেয়েরা

Manual1 Ad Code
ক্রাইম সিলেট ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের দ্বিতীয় আসরে ফাইনালে খেলতে মাঠে নামে বাংলোদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে ভারত নয় বাংলাদেশকেই ফেবারিট মানে সবাই। ফেবারিটের তকমা গায়ে নিয়েই বাংলাদেশ খেলতে নামে।কিন্তু আসরের অন্য ম্যাচগুলির মতো ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। এদিন গোলের দেখায় পায়নি বাংলাদেশ। এদিন বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

বিরতির পর পিছিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৬৬তম মিনিটে সুনিতা ‍মুন্ডার গোলে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। কর্নার কিকের সুযোগ কাজে লাগিয়ে গোল করে ভারত। দশ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কাছ থেকে ক্রস পেয়ে গোলে শট নেন সুনিতা মুন্ডা। বাংলাদেশের গোলরক্ষক বলটি ঠেকাতে পারেননি ।

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ মেয়েদের চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। লিগ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ ও ভারতে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Manual6 Ad Code

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন শামসুন্নাহার। ৪১তম মিনিটে এই গোলটি করেছিলেন তিনি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..