সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে দু’বাসের রেষারেষিতে মোহাম্মদ ইউনুছ আহমদ (৪০) নামের দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীতে দায়িত্ব পালনকালে সিলেট থেকে ছেড়ে আসা দু’বাসের মাঝখানে চাপায় পড়েন এই ট্রাফিক কনস্টেবল। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় একজন বাসের চালক ও দু’বাস আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত বাস চালকের নাম এনাম আহমদ (৩০)। সে উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। তবে চাপা দেওয়ার সাথে জড়িত বাস চালক পালিয়ে গেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩ টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশ ইউনুস আহমদ(৪০) গোলাপগঞ্জ চৌমুহনীতে একটি থামানু বাসের পাশে দায়িত্ব পালন করছিলেন। এসময় জকিগঞ্জগামী অপর একটি থামানু বাসের আগে যেতে চাইলে দু’নো বাসের মধ্যখানে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুছ। তাৎক্ষণিক তাকে গুরুতর অবস্থায় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় একজন চালক ও দু’টি (সিলেট-জ-১১০৮১৭) ও (সিলেট-ব-১১০০৫৩) বাসই থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদশর্ক (এস আই) মৃদুল কুমার ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ট্রাফিক সদস্যকে উদ্ধার করে সিওমেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাঁর বুকের হাড় ভেঙ্গে গেছে । এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রসাশন) একেএম ফজলুল হক শিবলী বলেন, আহত এই ট্রাফিক পুলিশ চিকিৎসাধীন রয়েছেন। সে পুরোপুরি শঙ্কামুক্ত নয়। এ ঘটনার একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd