সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
বিনোদন প্রতিদেক :: সিলেট মিডিয়া পাড়ায় এই প্রথম বারের মত কোনো গানের মিউজিক ভিডিওয়ের শুটিং নিয়ে সমালোচনার জন্ম দিয়ে সবার শীর্ষে রয়েছে”না বুঝিয়া কেনো বন্ধুর প্রেমে পরিলাম”নিজের দোষে আপন দেহে বিষ ডালিলাম।গানের শুটিং শুরুর থেকে মডেল কিশোরী মুন্নির কিছু ছবি ও ৩৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়,আর এতে ঝড় উঠে সিলেটসহ দেশ বিদেশে,যুবক যুবতির মন কেড়ে নিয়েছে গানের ছোট মডেল মুন্নির রোমান্টিক দৃশ্যের ছবি ও ভিডিও।এবার ভাইরাল হলো না বুঝিয়া কেন বন্ধুর প্রেমে পরিলাম গানে শুটিংয়ের বড় জুটি মডেল সামাদ ও সাথীর ছবি,এই ছবি গুলো ও ফেসবুক,পেইজের মধ্যেমে ছড়িয়ে পড়ায় শুটিং শেষ হয়ে যাওয়া গানের কথা বার বার আলোচনা সমালোচনায় উঠে আসছে সংঙ্গীত প্রিয় বক্ত বৃন্দদের কাছে। নতুন এই গানটি শুটিং করা হয়েছে সম্পূর্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে।
বড় টাকার বাজেটে নির্মাণ করছে গানটি দেশ থিয়েটার সিলেট। গানটি লিখেছেন এ প্রজন্মের তরুন সাংবাদিক আমির হোসেন সাগর,কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকরাম।গানের সুর ও সঙ্গীত করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এরফান টিপু,গানটির মিউজিক ভিডিওয়ের কাজ করছেন তরুন অভিনেতা ও পরিচালক কামাল আহমেদ দূর্জয়, ১৬ জন মডেল তরুন তরুনি কিশোর কিশোরী নিয়ে গানের ভিডিও নির্মান করছেন দারুন একটি গল্প নিয়ে পরিচালক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd