গোলাপগঞ্জে বিষপানে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮


Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিষপানে করে এক কিশোরীর আত্মহত্যা খবর পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার শরীগঞ্জের কালিকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

থানা সূত্রে জানা যায়, উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের জাকির হোসেনের স্কুল পড়–য়া কন্যা রিপালী আক্তার (১৫)কে স্কুলে যাওয়ার জন্য তার মা-বাবা ধমক দিয়ে শাসন করেন। রিপালীকে বকাঝকা করে বিদ্যালয়ের যাওয়ার জন্য বলে, তারা নিজ নিজ কাজে বাড়ির বাহিরে চলে যান। এ সময় সে অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে বিষপান করার পর বিষের ক্রিয়ায় কাতরাতে থাকে। বিষপানের বিষয়টি তার পরিবারের লোকজন বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রিপালী। খবর পেয়ে কুশিয়ারা পুলিশ ফাড়িঁর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিপালী স্থানীয় কালিকৃষ্ণপুর মডেল হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..