সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮
সিলেট :: বদরুজ্জামান সেলিম। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে রাজনৈতিক ক্যারিয়ারের ৩৮বছর পূর্ণ হয়েছে ক্লিন ইমেজধারী হিসেবে পরিচিত এই নেতার।
দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। এবার তিনি কাজ করতে চান জনগণের জন্য। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তিনি। চান ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সমর্থনও। তবে দলের সমর্থন না পেলে দল মনোনিত প্রার্থীর পক্ষেই কাজ করবেন বলেও ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা।
এ লক্ষে কয়েকমাস ধরে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। দলীয় ফোরাম ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অবস্থানের কথা জানান দিচ্ছেন তিনি। এর অংশ হিসেবে সিসিকের দলীয় কাউন্সিলরদের সর্মথন আদায়ে এবার মাঠে নেমেছেন বদরুজ্জামান সেলিম।
বুধবার সন্ধ্যায় তার শাহী ঈদগাহস্থ বাসভবনে সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় কাউন্সিলরদের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা চান তিনি। এছাড়া নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে দলীয় কাউন্সলরদের জন্য কাজ করার প্রতিজ্ঞাও করেন বদরুজ্জামান সেলিম।
দল তাকে মনোনয়ন দেবে এও আশা প্রকাশ করেন তিনি। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন। তার দাবি, দলের প্রয়োজনেই তাকে আগামী সিটি নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলার প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, ১০নং ওয়ার্ড কাউন্সিলার ও প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলার ও প্যানেল মেয়র-৩ এডভোকেট রুখশানা বেগম শাহনাজ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলার দিনার খান হাসু, ২২নং ওয়ার্ড কাউন্সিলার সৈয়দ মিসবাহ উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলার সিকান্দার আলী, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলার এবিএম জিল্লুর রহমান উজ্জল, ২নং ওয়ার্ডের কাউন্সিলার রাজিক আহমদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলার সালেহা কবির শেপী প্রমুখ।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি আগামী নির্বাচনেও প্রার্থীতা করবেন। এক্ষেত্রে বিএনপির দলীয় সমর্থন তিনিই পাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd