সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮
জুড়ী,প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কর্মকতা বোধ কুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে জুড়ী উপজেলার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিরা মিয়ার স্ত্রী মিনারা বেগমকে (৫০)কে আটক করেন। এসময় তার সহযোগী ছেলে তাজুল ইসলাম (৩০) পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০ পিস ইয়াবা, ৭০ বোতল ফেনসিডিলসহ নগদ ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় উপ-পরিচালক আমর কুমার সেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মিনারা ও তার ছেলে দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এ ব্যাপারে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd