সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ও আসামিকে গ্রেফতার ও লুণ্ঠিত দুটি মোবাইল সেট উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের সাদিক গজনভীর পুত্র রাজু গজনভী (২১) ও একই উপজেলার কালনীচর গ্রামের সুহেল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮এপ্রিল) ভোরে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোদা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের মৌলভীবাজার জেলার রাজনগর ও সিলেটের ওসমানীনগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছে থেকে লুণ্ঠত দুটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত দুটি মোবাইল সেটের মধ্যে মৌলভী বাজার জেলায় ডাকাতির একটি মোবাইল ও অপরটি বিশ্বনাথের কোনারাই গ্রামে ডাকাতদের লুণ্ঠতকৃত মোবাইল সেট।
জানাগেছে, গত বছরের ৪ মে বুধবার দিবাগত ভোররাতে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী আফছর আলীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতিকালে হাফপ্যান্টে পরিহিত ডাকাত দল প্রবাসীর মা ও ছোট ভাইকে মারধর করে স্বর্ণ-টাকা’ মোবাইলসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় প্রবাসীর আত্বীয় মিজানুর রহমান বাদি হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং ৪ (তাং-৪.৫.১৭ইং)।
ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গত বছরের মে মাসে উপজেলার কোনারাই গ্রামে ডাকাতি সংগঠিত হয়। গ্রেফতারকৃতরা ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং এঘটনায় কারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ করেছে। তাদের কাছ থেকে লুণ্ঠত মোবাইল সেট উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd