তরুন শিল্পী মতিউর প্রভীনদের পদাংক অনুসরণ করে ব্যাস্ত সময় পার করছেন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

তরুন শিল্পী মতিউর প্রভীনদের পদাংক অনুসরণ করে ব্যাস্ত সময় পার করছেন
ক্রাইম সিলেট ডেস্ক : আমাদের মাজে গানের টানে যারা গান কে ভালোবেসে কন্ঠ সুর তাল সর্বোপরি  সংগীতের উৎকর্ষ সাধনে বাল্যকাল থেকে নিজেকে নিয়োযিত করেছেন বা করে গেছেন,সেই গুনি ব্যাক্তিদের পদাংক অনুসরণ করে সংগীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে পথ চলছেন শিল্পী মতিউর রহমান,বর্তমান তরুন প্রজন্ম শিল্পীদের মধ্যে  জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী।ইতি মোধ্য তার একক ও মিক্স মিলিয়ে বিভিন্ন কম্পানির ব্যানারে প্রায় দশটি  এলবাম বাজারে রয়েছে।পাশাপাশি সিলেট সহ দেশের কয়েকটি জেলায় ও তার স্টেজ প্রোগ্রামে ভালো সুনাম রয়েছে,তার সু মধুর তরতরে তাজা তরুন কণ্ঠ দিয়ে স্টেজের সামনে থাকা বক্তদের মাতিয়ে তুলেন মতিউর।চ্যানেল এস ও গান করেছেন তিনি, তাচারা ইউটিব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতি মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে তার কন্ঠে গাওয়া কিছু গান।তার মধ্যে রয়েছে সুনাম ধন্য গীতিকার  অধীন আব্দুল লতিফের একটি গান- চলোরে ভাই চলো আমরা মায়ানমারে যাই,রুহিঙ্গা মুসলমানদের পাশে দাড়াই। এবং শামীম আহমদ ফায়সাল এর কথা ও সুরে- অনির্বাণ শিখা মোরা তরুন প্রজন্ম, সামনে এগুবো নির্ভাবনায়, জ্বলে উঠি মোরা মুজিব সেনা,এসো জ্বলে উঠি একুশের চেতনায়  সহ অনেক গুলো গান দর্শকের রিদয়ে নারা দিয়েছে। মতিউর গানের পাশাপাশি একজন ভালো কিবোর্ড বাদক হিসেবে ও বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশ গ্রহন করে প্রশংসা অর্জন করেছে।সিলেটে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালাল নগর গ্রামে মৃতঃ আব্দুর রহমান ও রেনু বেগম এর উদরে নব্বই এর দশকে জন্ম গ্রহন করেন মতিউর।মতিউর বলেন সংগীত সাধনার মাধ্যমে সুস্ত সঙ্গীতকে লালন করে  ভবিষ্যতে একজন ভালো মানের শিল্পী হয়ে দেশ বিদেশে সুনাম অর্জন করতে চাই।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..