সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: মাদক নির্মূলে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নামছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগও খুব শীঘ্রই এ অভিযান পরিচালিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী সব সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘মাদক নির্মূলে র্যাব শীঘ্রই দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাবে। কারণ সমাজ ও রাষ্ট্রে মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে’। তিনি গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে র্যাব-৪ কার্যালয়ের প্রধান গেটে ‘স্বাধিকার, স্বাধীনতা-স্বপ্নগাথা’ শিরোনামে শিল্পকর্ম উদ্বোধন শেষে এ কথা বলেন। এ সময় র্যাব, নৌ-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাব ডিজি আরও বলেন, ‘র্যাব সৃষ্টিকাল থেকেই মাদক নির্মূলে ভূমিকা রাখছে। প্রতি বছরই কোটি কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। তার পরেও মাদকের ভয়াবহতা কমছে না। এটি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব সংস্থার সমন্বয়ে সাঁড়াশি অভিযানে নামবে র্যাব’।
উল্লেখ্য, সিলেট বিভাগে দীর্ঘদিন ধরে চলছে মাদকের রাবন রাজত্ব। বি-বাড়িয়া জেলার আখাওড়া ও চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে ভারতীয় মাদক দ্রব্য। এছাড়াও চট্টগ্রাম বন্দর হয়ে মায়ানমার থেকে আসছে ইয়াবার বড় চালান। যে কারণে সিলেট বিভাগের জেলার মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থান মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনী কিছু অভিযান পরিচালনা করলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd