সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা স্টেডিয়ামে ফোক সম্রাজ্ঞী মমতাজের প্রশ্নে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মেয়র অারিফ। রবিবার রাত পৌণে ১০টায় ঘটনাটি ঘটে।
‘অগ্রযাত্রায় দুর্বার বাংলাদেশ’ শীর্ষক কনসার্টে সঙ্গীত পরিবেশন করছিলেন। তখন উপস্থিত দর্শকরা ‘নাও, নাও, নৌকা, নৌকা করে চিৎকার করে বাউল সম্রাট শাহ অাবদুল করিমের কালজয়ী ফোক গান ‘কোন মেস্তরি নাও বানাইছে…’ গানের জন্য অনুরোধ করেন।
তখন মঞ্চের সামনের সারিতে বসে থাকা বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অারিফুল হক চৌধুরীকে শিল্পী মমতাজ হাস্যরস করে প্রশ্ন করে বসেন- ‘কি অারিফ ভাই কি বলেন? সবাই নৌকা নৌকা করতেছে; অাপনি কি বলেন? শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে নৌকা।’
মূল মঞ্চ থেকে বর্তমান জাতীয় সংসদের অাওয়ামী লীগ সমর্থিত এই নারী সদস্যের এমন প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। মমতাজের দিকে তাকিয়ে সিলেটের নগরপিতাকে মুচকি হাসতে দেখা যায়।
এরপরই মমতাজ কোন মেস্তরি নাও বানাইছে গানটি পরিবেশন করেন। গানের মধ্যেও তাঁকে গাইতে শোনা যায়…
‘ঝিলমিল ঝিলমিল করেরে শেখ হাসিনার নাও…’
রাত সোয়া ১০ টা পর্যন্ত মমতাজ মাতিয়ে রাখেন পুরো জেলা স্টেডিয়াম। এর অাগে বিকাল ৪ টা থেকে শুরু বর্নাঢ্য কনসার্টটি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd