সিলেটে বেপরোয়া কে এই নারী

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০১৮


Manual6 Ad Code

ক্রাইম ডেস্ক : : ‘স্ক্যান্ডাল’ মাথায় নিয়ে সিলেট ছেড়েছিল বেপরোয়া জোছনা। পাড়ি জমিয়েছিল দেশের বাহিরে সিঙ্গাপুরে। সেখানে বেছে নিয়েছিল হোটেল জীবন। কিন্তু সেখানে কিছুদিন থাকার পর চলে আসে আবার সিলেটে।
প্রথমে সিলেটের কয়েকটি হোটেলে তার কদর ছিল বেশি। কিন্তু ধীরে ধীরে জোছনার সেই কদরে ভাটা পড়ে। এক সময় সে হোটেল ছেড়ে চলে আসে সিলেটের রাস্তায়।
এবার সিলেটে এলেও তার চরিত্র বদলায়নি। বরং নতুন স্টাইলে বেপরোয়া জোছনা সিলেটে বেড়াতে ও ব্যবসা করতে আসা বাহিরা যুবকদের নিঃস্ব করে চলেছে। ফের সে পরিণত হয়েছে পুরুষখেকো মক্ষীরানী রূপেও।
তার বেপরোয়া আচরণের কারণে হোটেলে তাকে কন্ট্রোল করাও কষ্টকর হয়ে পড়তো। আচরণের কারণে জোছনার দিকে মুখ ফিরিয়ে নেন ঘনিষ্ঠজনরাও। এ কারণে জীবনের তাগিদে জোছনা আবার রাস্তায় নামতে বাধ্য হয়। সিঙ্গাপুরে যাওয়ার আগে সুনামগঞ্জের এক যুবকের সঙ্গে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। এরপর ওই যুবককে বিয়ে করেছে জানিয়ে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। স্বামী সহ বাসা ভাড়া নিলেও জোছনা আগের মতো প্রকাশ্যে ছিল না।
সিলেটের যুবকদের কাছে অতি পরিচিত জোছনা বোরকায় নিজেকে আড়াল করে ফের শুরু করে প্রতারণা। পূর্বের মতো টাকাওয়ালা ছেলেদের পেছনে ছুটতে থাকে।

Manual5 Ad Code

এই জোছনার বাড়ি সিলেটে নয়, সুনামগঞ্জ জগনাথপুর থানার ছিলাউরা গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে । সে বিগত কয়েক বছর আগে সিলেটে আসছে এবং বেপরোয়া জীবন কাটিয়েছে। যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে লুটে নিয়েছে বহু টাকা।
এতোসব ঘটনার পরও জোছনা সিলেটের কোর্ট পয়েন্টে সেই বেপরোয়া কায়দায়। টাকা ওয়ালা যুবকদের টার্গেট করে চালিয়ে যাচ্ছে তার বেপরোয়া জীবনের কর্মকাণ্ড।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..